বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ না থাকায় মির্জা ফখরুলের হতাশা প্রকাশ

অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

নির্বাচনের রোডম্যাপ না থাকায় মির্জা ফখরুলের হতাশা প্রকাশ
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে গতানুগতিক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের রোডম্যাপ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।
রোববার ড. ইউনূসের ভাষণের পর  দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তিনি গতানুগতিক বক্তব্য দিয়েছেন। উনার কাছে জাতি আশা করেছিলেন যে, সংকট উত্তরণে একটি নির্বাচনী রোডম্যাপ হবে, সেটি জাতি দেখতে পায়নি। এটা দুঃখজনক।’
উলে­খ্য, জাতির উদ্দেশ্যে ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।
0 Comments